বর্ষা শুরুর পর এই মরশুমে প্রথমবার ডায়মন্ড হারবারের মৎস্যজীবীদের জালে উঠল টন টন ইলিশ। মুখে চওড়া হাসি মৎস্যজীবী থেকে আড়তদারদের। দু’ মাস গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার পর গত এক মাস মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিলেও সেভাবে জালে ইলিশের দেখা মেলেনি।
গত দু দিনে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে প্রায় ৮০ টন ইলিশ ঢুকেছে বলে জানা গিয়েছে। মৎস্যজীবীরা জানান, গত কয়েক বছরের তুলনায় এই প্রথম বড় সাইজের ইলিশ মাছ ধরা পড়ল মৎস্যজীবীদের জালে।

পড়ুন: ইলিশ মাছের কতরকম পদ হয় দেখে নিন
তবে জালে বেশি পরিমাণে ইলিশ ধরা পড়লেও দাম খুব একটা যে কমবে না, তাও জানিয়ে দিয়েছেন আড়তদারেরা।
ইলিশের পাইকারি দর চলছে কেজি প্রতি ৭০০ টাকা, যা সাধারণ মধ্যবিত্তের নাগালের বাহিরে।
- করোলা চিকেন রেসিপি (Chicken Karela) - Friday, August 18, 2023, 10:11 PM IST
- দই মাছ রেসিপি (Doi Machh Recipe in Bengali) - Monday, July 31, 2023, 8:25 PM IST
- বাসন্তী পোলাও রেসিপি (Basanti Pulao Recipe in Bengali) - Wednesday, July 26, 2023, 10:01 PM IST