দই মাছ হলো একটি বাঙালি খাবার। এটিতে দই, মাছ, এবং বিভিন্ন মশলা ব্যবহার করা হয়। দই মাছ তৈরির জন্য, প্রথমে মাছকে ধুয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, এবং গরম মশলা দিয়ে মাখিয়ে ১৫ মিনিট মেরিনেট করা হয়। তারপর, একটি পাত্রে দই, ধনে পাতা কুচি, এবং ১ চা চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাছের টুকরোগুলোকে দইয়ের মিশ্রণে ডুবিয়ে নেওয়া হয়। মাছের টুকরোগুলোকে একটি কড়াইতে দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১০-১২ মিনিট রান্না করা হয়। মাছ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করা হয়।
দই মাছ একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। এটিতে দইয়ের গুণে মাছ নরম হয়ে যায় এবং স্বাদও বাড়ে। দই মাছ যেকোনো সময় খাওয়া যায়। এটি ভাত, রুটি, বা পরোটার সাথে পরিবেশন করা যেতে পারে।
দই মাছ রেসিপি (Doi Machh Recipe)

দই মাছ রেসিপি
Ingredients
- ১ কেজি মাছের টুকরো (কাতলা, রুই ইত্যাদি)
- ১ কাপ দই
- ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
- ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
- ১ চা চামচ তেঁতুলের রস
- ১ চা চামচ লবণ
- ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
- ১/২ চা চামচ ধনে পাতা কুচি
- ১ টেবিল চামচ সরষের তেল
- ১টি বড় পেঁয়াজ, কুচি করে কাটা
- ১ ইঞ্চি লম্বা কেটে রাখা ১ টি আদা
- ৩-৪টি কাঁচা লঙ্কা, ফালি করে কাটা
Instructions
- মাছের টুকরোগুলোকে ধুয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেঁতুলের রস, লবণ, এবং গরম মশলা গুঁড়ো দিয়ে মাখিয়ে ১৫ মিনিট মেরিনেট করুন।
- একটি পাত্রে দই, ধনে পাতা কুচি, এবং ১ চা চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- একটি কড়াইতে সরষের তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হলে আদা কুচি দিয়ে দিন।
- কাঁচা লঙ্কা ফালি দিয়ে দিন এবং ২-৩ মিনিট নাড়াচাড়া করুন।
- মেরিনেট করা মাছের টুকরোগুলোকে দইয়ের মিশ্রণে ডুবিয়ে নিন।
- মাছের টুকরোগুলোকে কড়াইতে দিয়ে ঢেকে দিন।
- মাঝারি আঁচে ১০-১২ মিনিট রান্না করুন।
- মাছ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।
Video
Nutrition
More: সর্ষে ইলিশ বানানোর সহজ টেকনিক
Here are some tips for making Doi Maach
- Use a firm-fleshed fish, such as tilapia, snapper, or cod.
- Marinate the fish for at least 15 minutes, or up to overnight.
- Use a good quality yogurt.
- Add your favorite spices to the yogurt sauce.
- Cook the fish over medium heat, so that it doesn’t overcook.
- করোলা চিকেন রেসিপি (Chicken Karela) - Friday, August 18, 2023, 10:11 PM IST
- দই মাছ রেসিপি (Doi Machh Recipe in Bengali) - Monday, July 31, 2023, 8:25 PM IST
- বাসন্তী পোলাও রেসিপি (Basanti Pulao Recipe in Bengali) - Wednesday, July 26, 2023, 10:01 PM IST
1 thought on “দই মাছ রেসিপি (Doi Machh Recipe in Bengali)”